নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক পরিধান বিষয়ক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলায় প্রবেশের প্রধান ফটোকের সামনে মাস্ক পরিধান ব্যতীত প্রবেশ নিষেধ, পরিষদ প্রাঙ্গনে মাস্ক পরিধান না করলে সেবা বন্ধ এবং উপজেলা পরিষদের ফটকে মাস্ক পরিধান করুন সেবা নিন অনুরোধক্রমে উপজেলা প্রশাসন আত্রাই। এভাবেই উপজেলা বাসীকে দ্বিতীয় ধাপে শুরু হওয়া করোনার হাত থেকে রক্ষার্থে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম সাংবাদিকদের বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকলকে মাস্ক পরিধান করে নিজেকে, পরিবারের সদস্যদের এবং দেশবাসীকে বৈশিক করোনার হাত থেকে রক্ষার্থে এ বিলবোর্ড স্থাপন করা হলো। এর পরেও মাস্ক পরিধান ব্যতীত কাউকে বাজারে ঘোরা-ঘুরি করতে দেখলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ জেলা প্রতিনিধি
০১৭১০৯৬৭৫২২
৯/১১/২০২০