নওগাঁর আত্রাইয়ে “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের ২য় দিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনা বৃদ্ধিতে লিফলেট, স্টিকার, মাইকিং করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ এর নেতৃত্বে উপজেলার সাহেবগঞ্জ, রেলওয়ে স্টেশনে এলাকায় এ কার্যক্রম করা। এর আগে গতকাল বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আত্রাই স্টেশনে সপ্তাহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন তারা। পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষে র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, এ সপ্তাহ উপলক্ষে অগ্নিকান্ডসহ দূর্যোগ ও দূর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষা এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। আগামীকালও কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ জেলা প্রতিনিধি
০১৭১০৯৬৭৫২২
২০/১১/২০২০