আজ ঐতিহাসিক 3 ডিসেম্বর। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই দিনটিতে মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল যৌথ কমান্ড যা মিত্রবাহিনী নামে পরিচিত। 1971 সালের 3 ডিসেম্বর বিকেল অনুমান 5 ঘটিকার সময় পাক হানাদার বাহিনী ভারতের পশ্চিম সীমান্ত অঞ্চলের কয়েকটি শহর, অমৃতসর, পাঠানকোট, শ্রীনগরে আকস্মিক বিমান হামলা চালিয়ে সর্বাত্মক যুদ্ধের সূচনা করে।
এই দিন বিকাল বেলায় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ভাষণ শেষে তিনি ইন্ডিয়ার কয়েকটি শহরে পাকিস্তান বিমান বাহিনীর হামলার কথা জানতে পারেন। তখন তিনি কলকাতা সফর সংক্ষিপ্ত করে দ্রুত দিল্লিতে চলে আসেন। রাতেই জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে ভারতের উপর পাকিস্তানের হামলার কথা দেশবাসীকে অবহিত করে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন। পাকিস্তানের ভারত আক্রমণের জের ধরেই এদিনে গঠন করা হয় বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড। যৌথ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত লড়াইয়ে। এরপর থেকে চূড়ান্ত বিজয় ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।
ঐতিহাসিক এই দিনটিতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকলের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম।