মোঃ শামীম হাওলাদার.পটুয়াখালী :পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচন. ২০২০ উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনােনয়নপত্র গ্রহণ/বাতিলাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীগণ কর্তৃক জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষ বরাবর দাখিলকৃত আপিলের শুনানি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শুনানিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও আপীল কর্তৃপক্ষ মোঃ মতিউল ইসলাম চৌধুরী ! এছাড়াও উপস্থিত ছিলেন জানাব জি.এম. সরফরাজ, উপপরিচালক (ভারপ্রাপ্ত). স্থানীয় সরকার; জেলা নির্বাচন অফিসার. পটুয়াখালী ও রিটার্নিং অফিসার. কুয়াকাটা পৌরসভা নির্বাচন-২০২০ সংক্ষুব্ধ কাউন্সিলর প্রার্থীবৃন্দ: ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড: ম্যানেজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড: ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিপুর থানা: বিজ্ঞ কৌঁসুলিবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ !
উল্লেখ্য শুনানিতে পাঁচটি আপীলের মধ্যে একটি আপীল নামঞ্জুর করা হয় এবং বাকি চারটি আপীল গৃহীত হয় ! শুনানি শেষে জেলা প্রশাসক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে. আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সুসমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে !