বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কৃতি সন্তান মোঃ আজিজুর রহমান সরকার আজিজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবঅনুমোদিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক নির্বাচিত হওয়ায় পর প্রথম পলাশবাড়ী শুভ আগমনে পলাশবাড়ী উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
২৫ ডিসেম্বর শুক্রবার বিকালে পলাশবাড়ী চৌমাথায় এ সংবর্ধনা প্রদানে উপজেলা আওয়ামীলীগের পক্ষে হতে ফুলেল দিয়ে শুভেচছা ও অভিনন্দন জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান ,সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকার লিপন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলী রেজা মোস্তফা গোলাপসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পলাশবাড়ী উপজেলা ,পৌর-যুবলীগ ও ইউনিয়ন কমিটি গুলোর পক্ষে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে বরণ করে নেন ও সংবর্ধনা প্রদান করেন। এসময় উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,পৌর যুবলীগের নেতা মোসফেকুর রহিম রাজীব,তৌফিক আহম্মেদ শাওন, সাদ্দাম হোসেন ,ইউনিয়ন যুবলীগ নেতা দিপক রায়সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় যুবলীগের সংবর্ধনায় কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পলাশবাড়ী কৃতি সন্তান আজিজুর রহমান সরকার বলেন , আজকের এ সংবর্ধনায় আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য । আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা বিশ্বরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও আপনাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার ও অপশক্তির সকল প্রকার ষরযন্ত্র মোকাবেলা করার আহবান জানান।