জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি নির্বাচিত হওয়ায় আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ সহ কেন্দ্রীয় কমিটির ও সকল জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন, ফরিদা ইয়াসমিন আপা জাতীয় প্রেসক্লাবের সফল সাধারণ সম্পাদক ছিলেন, সেখান থেকে উনি আবার সভাপতি পদে নির্বাচন করে বিশাল ভোটে জয়লাভ করেছেন। জাতীয় প্রেসক্লাবে মহিলা সভাপতি পদে ফরিদা ইয়াসমিন আপা প্রথম নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। আমরা আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন পরিবার আপার জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন, আমিন।