দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক প্রতিথযশা সাংবাদিক ঝালকাঠির কৃতি সন্তান মিজানুর রহমান খান ভাই আর নেই( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে করোনাক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।
এক শোক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রিয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন সৎ, সাহসী ও হাসোজ্জল সাংবাদিককে হারালো।
জনাব মিজানুর রহমান ১৯৬৬ সালে ঝালকাঠি জেলার নলছিটি শহরের ষ্টেশন রোডস্থ এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করেন।
দীর্ঘদিন ধরে তিনি রাজধানীতে বিভিন্ন মিডিয়ায় কাজ করেছিলেন। সবশেষ তিনি দৈনিক প্রথম আলোয় যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার ছোট ভাই মশিউর রহমান খান সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মৃত্যুকালে স্ত্রী, একপুত্র ও এককন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।