বাগমারার তাহেরপুর পৌরসভায় পৌর নির্বাচন উপলক্ষে সুধী সমাজ ও পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ জানুয়ারি, আবু বাক্কার মৃধা মুনসুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগমারার এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, এসময় তিনি বলেন আমি তাহেরপুরের নানামুখী উন্নয়নে আবুল কালামের পাশে আছি। আপনারা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবাণীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ তিনি তাঁর বক্তব্যে পৌরসভার বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং আগামী দিনে পৌরসভার উন্নয়নে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবর রহমান বিপ্লবের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী বিশ্বনাথ প্রামাণিক, আলহাজ্ব আহম্মদ আলী, খতিব মওলানা সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলবর হোসেন অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, তাহেরপুর কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সত্যজিত রায় তোতা, সহ-সভাপতি কাউসার আলী ও আমজাদ হোসেন মৃধা, অধ্যক্ষ সাইদুর রহমান, প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, আতাউর রহমান, চেয়ারম্যান আসকান আলী, মেয়র বাবুল খাঁ, মাওলানা আবুল কাশেম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ দপ্তর সম্পাদক জাহিদ আকরাম যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টু,রইস উদ্দিন, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শীবেন্দ্রনাথ প্রামাণিক ও কার্তিক সাহা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দিপ রায় টিংকু, কলেজ ছাত্রলীগের সভাপতি আমীরুজ্জামান মৃধা তুহিন, সাধারণ সম্পাদক কুরবান আলী খাঁ সহ আওয়ামী লীগের নেতা কর্মী ও পৌর এলাকার সাধারণ জনগন ।