আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম,কেন্দ্রীয় কমিটি র সম্মানিত সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ,কেন্দ্রীয় কমিটি র সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
আজ এক শোকবার্তায় কলামিষ্ট কবির নেওয়াজ রাজ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু স্যার সুদীর্ঘকাল আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকালে আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আইনমন্ত্রী হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে স্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। মহান মুক্তিযুদ্ধেও ছিল তার গৌরবময় ভূমিকা। আব্দুল মতিন খসরুর স্যার তার অসামান্য কর্মের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
কলামিষ্ট কবির নেওয়াজ রাজ আব্দুল মতিন খসরু এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।