হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানায় গ্রাম্য চৌকিদারদের সাথে সাপ্তাহিক হাজিরা প্যারেডে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১ টায় কালিগঞ্জ থানা ক্যাম্পাসে কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সা্প্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠানে অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানার সকল গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ন রাখা, মাদক, চোরাকারবারী, সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সংশ্লিষ্ট অফিসার ফোর্সদের আরও বেশি সহায়তা প্রদানের আহবান জানান। একই সাথে অফিসার ইনচার্জ কোভিট-১৯ মহামারী করোনা ভাইরাস ২য় ধাপ মোকাবেলায় গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিদের খোজখবর নিয়ে তাৎক্ষনিকভাবে তাকে অবহিত করার জন্য বলেন। সর্বোপরি কালিগঞ্জ থানার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অফিসার ইনচার্জ বলেন আমি এই থানায় যোগদান করেছি পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য। থানাকে দালাল মুক্ত করার জন্য।