পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে বসবাসরত কাপড় ব্যবসায়ী আবুল হোসেনের সাথে একই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে আইয়ব আলীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এবিরোধের জের ধরে গতকাল বুধবার বিকেলে আইয়ব আলীর নেতৃত্বে তার সহযোগী মোঃ শাহজাহান, মোঃ ইয়ারখান, মোঃ ডালিম, মোঃ ঈসমাইল, মোঃ আলী নূরসহ ৪/৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসীবাহিনী সম্পুর্ণ পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কাপড় ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এসময় কাপড় ব্যবসায়ী আবুল হোসেন ও তার শ্যালক মোঃ মুছাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে হামলাকারীরা বাড়ি-ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় আহত কাপড় ব্যবসায়ী আবুল হোসেনের ছোট ভাই এডভোকেট শাহাব উদ্দিন বাদী হয়ে রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবং পরে তাদের সোনারগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করেন বতর্মানে
তারা চিকিৎসা দিন আছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।