পিচ্চিল এলোমেলো পথ
যখন তখন পা ছিটকে
পড়ে যেতে মানা নেই
কাঁটা বিছানো পথে
যেমন শুরু আছে
শেষ খুঁজে পাবেনাকো তুমি
দায়সারা সমাজের মানুষেরা
বিপদে তুমি সাংবাদিক বলে
কাছেও আসবেনা
তোমার কান্না তাদের
কর্নে পৌঁছাবেনা
নিশ্চিত জেনেই
তোমাকে পথ চলতে হয়
সমাজের অসঙ্গতির বিরুদ্ধে
তোমার ধাঁরালো কলমের ছোঁয়া
এ সমাজকে বদলে দিতে পারে
তাইতো তুমি নির্ভিক সাংবাদিক
তুমি কাউকে পরোয়া করোনা
এটাই তোমার ব্যবধান
তুমি ছিনিয়ে নেবে
সমাজ সংসার
রাষ্ট্রের মাঝে লুকিয়ে
থাকা শেয়ালগুলোর
নিত্যদিনের আহরিত খোরাক
পোঁছে দেবে মালিক
রাষ্ট্রের কাছে…
দাঁড়ি-কমাবিহীন ছড়াটি সাংবাদিকদের উদ্দেশ্যে লিখেছেন
আহমেদ আবু জাফর
সাধারণ সম্পাদক
বিএমএসএফ
৩ জুন ২০২১