✍মুজিব স্মরণে✍
মেহেরুন নেছা মিম
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে ব্যাথিত হৃদয়ে
আজ খুলেছি ডায়রির পাতা,
অশ্রু সজল নয়নে আজ মোরা
স্মরণ করেছি তোমার কথা।
তুমি তো বঙ্গপিতা –
তুমি বাঙালির হৃদয়ের ব্যকুলতা
তোমার হাজারো ত্যাগ তিতিক্ষায়
আমরা পেয়েছি সোনার বাংলা।
যে সময় যুবক ঘোরে যৌবনের উন্মদনায়,
পায়ে ঠেলে সেই যৌবনের দিনগুলি
তুমি কাটিয়েছো পাকিস্তানি কারাগারে।
হাজারো বাধা বিপত্তি পারিনি তোমাকে দমাতে
অটুট ছিল সিদ্ধান্ত তোমার,
এই বাংলাকে ভালোবেসে তুমি
ছেড়েছো নিজের স্বজন সংসার।
নিজের যত সুখ শান্তি দিয়েছো
তুমি বার বার বিসর্জন,
শত কষ্টের মাঝেও এই দেশটাকে
ভালোবেসে করেছো আপন।
৭ই মার্চের রেসকোর্স ময়দানে
তোমার সেই বজ্রকন্ঠের হুঙ্কারে
জেগেছিল হাজারো বাঙালি
পাক সেনার বিরুদ্ধে।
সেদিন তাদের সেই দৃষ্ঠিতে কোনো অশ্রু নয়, অগ্নি ঝরছিল।
তোমার আদর্শে গড়া সৈনিকেরা
সেদিন হাতে নিয়েছিল অস্ত্র তুলে।
মুখে ছিল জয় বাংলার ধ্বনি।
পাক সেনার উপরে ঝাঁপিয়ে পড়েছিল।
নয়টি মাসের যুদ্ধ শেষে
ছিনিয়ে এনেছিল বিজয়।
পরাজয় স্বীকার করে পাকিস্তানীরা তোমাকে ফিরিয়ে দিয়েছিল স্বসম্মানে।
শত ঝড় ঝাপটা পেরিয়ে
ফিরে যখন বিদ্ধস্ত দেশ মাতাকে
তোমার সোনার বাংলার
রুপ দিতে চেয়েছিলে।
তখনই কিছু বিশ্বাস ঘাতকের
নীল নকশায় তোমাকে হারালাম।
হে মুজিব,
এই বাংলা তো তোমার অবদান
এই শত বার্ষিকীতে তোমাকে জানাই
হাজারো সালাম।
( সমাপ্ত)