নিউজ ডেস্কঃ আজ ০৪ই জুলাই ২০২১ সমাজ সেবা অধিদপ্তর ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে জিআইজেড বাংলাদেশ ও ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত এবং বৃটিশ ও জার্মান সরকারের যৌথ অর্থায়নে রুল-অফ-ল প্রোগ্রামের অধীনে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীদের মানসিক চাপ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষন শুরু হয় । প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ,পরিচালক (প্রতিষ্ঠান),সমাজ সেবা অধিদপ্তর এবং তাহেরা ইয়াসমিন, ডিরেক্টর অপারেশন, ‘রুল অব ল’, জিআইজেড। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। প্রশিক্ষণটিতে বিশেষজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিষ্টগণ মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করেন।