নিখিল কুমার চাকমা,রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার প্রয়াত তিলক চন্দ্র চাকমার পুত্র, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ।
মঙ্গলবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬(২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।
এরআগে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় চলতি বছরে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম নিখিল কুমার চাকমাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠালে তাতে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদবি নির্ধারণ জনিত জটিলতার কারণে এতোদিন বিষয়টি ঝুলে থাকায় চেয়ারম্যান পদে নিখিল কুমার চাকমাকে নিযুক্তকরণে প্রজ্ঞাপন জারি করতে দেরি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানাগেছে।
বিগত দিনে সংসদ সদস্য, সেনাবাহিনীর -চট্টগ্রাম অঞ্চলের জিওসি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনাররা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও নিখিল কুমার চাকমা প্রথম নিয়োগ পাওয়া বেসামরিক ব্যক্তি, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না ।