তরিকুল ইসলাম : আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ক্লায়েন্টদের পরিবারের সদস্যদের কেন্দ্রের পক্ষ থেকে পারিবারিক সাইকোএডুকেশন সম্পর্কিত সভা আনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এরারের বিষয়বস্তু ছিল ’’প্যারেন্টিং কৌশল’’।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লিভিং উইথ ওয়েলনেসের ফাউন্ডার ও সাইকোলজিস্ট এম এস মাহমুদা। এসময় বক্তারা সন্তানের সাথে পিতামাতা আচরণ কেমন হবে, কি পদ্ধতি অনুসরণ করলে পিতামাতার সাথে দূরত্ব কমবে ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে ওঠবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সেন্টার ম্যানেজার, এ্যাসিস্টেন্ট সেন্টার ম্যানেজার এবং কেন্দ্রের অন্যান্য কর্মীগন।
এসময় প্রতিষ্ঠানটি থেকে চিকিৎসা নিতে আসা ক্লায়েন্টদের পরিবারের ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল নারীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকায় শ্যামলীতে অবস্থিত স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের অধীনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সফলতার সাথে দীর্ঘ এগার বছর ধরে গুরুত্বপূর্ন অবদান রেখে আসছে। পাশাপাশি নারীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্যও প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।