মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: রেল মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে।
সরকার ঈদকে ঘিরে ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার কথাও জানিয়েছে।
এরপর রাতে রেল মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা নিয়ে যাত্রাবাহী ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।