পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করোনাকালীন সময়ে করোনা রোগীদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড: মোঃ সুলতান আহমেদ মৃধা আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ এর জন্য ৫টি মনিটর এবং ব্যবহারের জন্য ৫০ বক্স মাস্ক জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে হস্তান্তর করেন।
তাছাড়া এর আগেও করোনা মহামারীর শুরু থেকে এড: মোঃ সুলতান আহমেদ মৃধা করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানির ৩টি ভেন্টিলেশন মেশিন, ৪ টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মোমিটার সহ বিভিন্ন সরঞ্জামাদি চিকিৎসায় সাহায্য র জন্য পটুয়াখালী হাসপাতালে হস্তান্তর করেন। তাছাড়া দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডারসহ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করেছেন তিনি। এছাড়া তিনি করোনাকালীন সময়ে গরীব অসহায়দের বিভিন্ন সময় আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা এখনো অব্যাহত রেখেছেন।
এসময়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর আলম শিপন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: লোকমান হাকিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল আহমেদ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা ও এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও ইলেকট্রিক মিডিয়ার সম্পাদকবৃন্দ রা।
তাছাড়া জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো বলেন যে, সরকারের পাশাপাশি করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করায় অ্যাড: সুলতান আহমেদ মৃধাকে তিনি ধন্যবাদ জানান। এবং সাথে সাথে সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।