কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। সম্প্রতি ঘটে যাওয়া কালিগঞ্জে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ব্যবস্হাপনায় মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা এলাকায় ক্ষতিগ্রস্তদের রান্না করা খাবার ও সুপেয় খাবার পানি বিতরণ করা হয়। এসময় উপস্হিত ছিলেন ইউপি সদস্য নূরুছসালাম গাইন, গ্রাম পুলিশ অচিন্ত কুমার, বসন্তপুর আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব মোল্লা হবিবর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শাখা মিশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ২৭ জুলাই মঙ্গলবার রাত পৌনে ৯টা দিকে উপজেলার সীমান্তবর্তী হাড়দ্দাহ গ্রামের খাল পাড়ে মাত্র ৩ মিনিটের আকস্মিক ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১৯টি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও হাঁস-মুরগী এবং গাছপালার বেশ ক্ষতিসাধন হয়।
ফরিদুল কবির, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।।
মোবাঃ ০১৭১৭৩৩৭২২৯