কাল, শনিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-বাংলাদেশ। এই গ্রুপের অন্য দলটি হল আফগানিস্তান। গ্রুপের তিনটি দলের খাতায় কলমে ব্যবধান খুবই কম। তাই এই একটা ম্যাচ হারলেই ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে। সাম্প্রতিক কালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই উত্তেজনা। ক মাস আগে শ্রীলঙ্কার স্বাধীনতা কাপে টি টোয়েন্টি ম্যাচে দুই দলের মধ্যে খেলায় বেশ উত্তেজনা দেখা গিয়েছিল। কলম্বোয় সেই ম্যাচের উত্তেজনা এমন জায়গায় যায় যে সাকিব আল হাসান দল প্রত্য়াহার করে নিতে চলেছেন। শেষ পর্যন্ত অবশ্য শেষ ওভারে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বিদায় ঘটিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কাল, শনিবার সাকিব বনাম মালিঙ্গা ম্যাচে ফিরে আসছে সেই ম্য়াচের প্রসঙ্গ। গতবার এশিয়া কাপের নাটকীয় ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কবে মুখোমুখি হবে
শনিবার, 15 সেপ্টেম্বর হবে এই ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ কোথায় খেলা হবে
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ খেলা হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
গ্রুপ বিন্যাস
গ্রুপ এ- ভারত, পাকিস্তান, হংকং
গ্রুপ বি- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান
এক নজরে ক্রীড়াসূচি
গ্রুপ পর্ব
15 সেপ্টেম্বর, শনিবার – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
16 সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং (দুবাই)
17 সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
18 সেপ্টেম্বর – ভারত বনাম হংকং (দুবাই)
19 সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
20 সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
সুপার ফোর
21 সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ (দুবাই)
21 সেপ্টেম্বর – গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (আবুধাবি)
23 সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী vs গ্রুপ এ রানার আপ (দুবাই)
23 সেপ্টেম্বর – গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ (আবুধাবি)
25 সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী (দুবাই)
26 সেপ্টেম্বর – গ্রুপ এ রানার আপ বনাম গ্রুপ বি রানার আপ (আবুধাবি)
ফাইনাল
28 সেপ্টেম্বর – ফাইনাল (দুবাই)
(সব কটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল 5:30 থেকে শুরু)