নাছরুল্লাহ আল কাফীঃ
শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মানববন্ধন করেছে নদীপাড়ের বসবাসরত কয়েক’শো মানুষ।
উপজেলা সদর ইউনিয়নের চাড়াখালী গোডাউনের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ইন্দুরকানী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ হাওলাদার, কৃষক লীগের ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামাল উদ্দিন ও সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি উপজেলার প্রানকেন্দ্র হলো সদর ইউনিয়ন (মূল শহর)। এই শহরে উপজেলার সরকারি-বেসরকারি সকল বড় বড় প্রতিষ্ঠান নির্মিত আছে। তবে শহরের কাছেই বড় কচা নদী। বাধ না থাকায় ঝুঁকিতে আছে কয়েক হাজার ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতি বছরই নদী ভেঙে যায়। উদ্যোগ নেওয়া হয়না শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণের। দেখার যেনো কেউ নেই। আমরা মানববন্ধনের মাধ্যমে দাবি করছি শহর রক্ষা বাঁধ নির্মাণের।
নাছরুল্লাহ আল কাফী
০১৭৩৭২১৬০৯৬