আমিনুল হকঃনাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে বদলে গেছে মানুষের জীবন যাত্রার মান। চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করার জন্য এই উপজেলার বিভিন্ন হাট বাজারসহ ঝুঁকিপূর্ণ রাস্তার পাশে স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট।
স্ট্রিট লাইট নামক সৌর বাতি সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে জ্বলে উঠে। এতে করে চাপ কমেছে বিদ্যুতের। লোড শেডিং এর ঝামেলা না থাকায় এসব সড়ক বাতি গুলো আলো দেয় সারারাত। এই আলোর ফলে চুরি, ডাকাতি, ছিনতাই আগের তুলনায় অনেক কম। সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বাতি গুলো জ্বলছে। আবার সকালে আলো ফোটার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এলাকায় কিছু কিছু জায়গা ছারা প্রায় সবকয়টি ঝুঁকিপূর্ণ রাস্তা, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে সোলার স্ট্রিট লাইট।
৫ নং চামারী ইউনিয়নের বিলদহর বাজার তারমধ্য উল্লেখযোগ্য। সোলার স্ট্রিট লাইট স্থাপনে গ্রামের মানুষের জীবনেও শহরের পরিবেশের ছোঁয়া লেগেছে। কিন্তু আজও সেই ছোয়া থেকে বঞ্চিত এই এলাকার জনগণ।
ভুক্তভোগীরা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এম,পি) ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা গানের সুদৃষ্টি কামনা করছেন।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিন ধরে রাতে জ্বলে না সোলার স্টিট লাইট। দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আওতায় বিভিন্ন অর্থ বছরে অপরাধ দমন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর বাজারে বিভিন্ন গুরুত্বপ‚র্ণ স্থান এবং রাস্তায় সোলার স্ট্রিট লাইট দ্রত স্থাপন করা হোক।