রাজশাহী ব্যুরোঃ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ০২.৩০ মিনিটের সময় রাজশাহীর মোহনপুর থানাধীন খানপুর গ্রামের ধুরইল ইউনিয়ন (ওয়ার্ড নং-০৮), ধুরুজ ঘাট পাকা রাস্তার উপর র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলো- মোঃ রবিউল ইসলাম (৩৮)। পিতা-মৃত মানিক মোল্লা, সাং-দূর্গাপুর, ইউনিয়ন- জাহানাবাদ (ওয়ার্ড নং-০৪), থানা-মোহনপুর।
ঘটনা সুত্রে -গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল মোহনপুর থানাধীন খানপুর গ্রামের ধুরইল ইউনিয়ন (ওয়ার্ড নং-০৮), ধুরুজ ঘাট এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে তার সাথে থাকা মোটর সাইকেলসহ পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন। সে আরো জানায় যে, উক্ত মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য সে এই এলাকায় নিয়ে অবস্থান করছে।
আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।