ছিঃ সহমর্মিরা ছিঃ, এটার নাম তো ভালবাসা না, এটাতো সহমর্মিতা না। সম্মানীত সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদ জানাবেন, মানববন্ধন করবেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। কিন্তু তেমন একটি প্রতিবাদ কর্মসূচি নিয়ে আপনারা দ্বিধা বিভক্ত হয়ে পড়লে আমরা চরমভাবে লজ্জা পাই। বারবার আপনাদের অনুরোধ করেছি, বিনয়ী আবেদন জানিয়েছি, আপনারা সব সংগঠন মিলেমিশে সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ জানাতে পারলে এ ধরনের কর্মসূচি গ্রহণ করুন, কোনরকম বিশৃঙ্খল হলে তা আমাদের জন্য খুবই পীড়াদায়ক হয়, কষ্টকর হয়। আমরা প্রভাবশালী মহলের মামলা হয়রানিসহ নানারকম ষড়যন্ত্রের শিকার, ভুক্তভোগী। আমাদেরকে কেন্দ্র করে কোনো কর্মসূচিকে আপনাদের আভ্যন্তরীণ বিরোধ চাঙ্গা হলে তা ভুক্তভোগী মনে আরো যন্ত্রণার সৃষ্টি করে। প্লীজ, আপনারা পাল্টাপাল্টি বাদ প্রতিবাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমে আমাদেরকে বিতর্কিত করবেন না। একইভাবে প্রতিপক্ষ গ্রæপের প্রতি বিনীত আবেদন, মাত্র তিন দিন আগে আপনারা আমাদের সহমর্মিতা জানিয়ে বিরাট আকারের মানববন্ধন করেছেন তা সমগ্র মিরপুরবাসী পর্যবেক্ষণ করেছে। বৃহত্তর মিরপুর সাংবাদিক সমাজের ব্যানারে আপনাদের নিয়মতান্ত্রিক শৃঙ্খলাপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তো সম্মিলিত সাংবাদিক জোট কোনো বাধার সৃষ্টি করেনি? তাহলে আজ কেন সম্মিলিত সাংবাদিক জোটকে বিএনপি মিডিয়া সিন্ডিকেট আখ্যা দিয়ে আপনারা বাধার সূত্রপাত ঘটাবেন? প্লীজ উভয়পক্ষকেই বলছি, কোনরকম বিরোধ ছাড়া আন্তরিকতার সঙ্গে যেটুকু কর্মসূচি চালাতে পারবেন সেটুকুই করুন আমরা কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করবো। কিন্তু দোহাই আপনাদের, সাংবাদিক সমাজ কিংবা সম্মিলিত সাংবাদিক জোট নাম দিয়ে অনুষ্ঠানের নামে বিরোধ যেন না হয়…এটা সমগ্র পেশার জন্য যেন কালিমা লেপন হয়ে না দাঁড়ায়। প্রতিবাদের চেয়েও শান্তি শৃঙ্খলা অনেক বেশি জরুরি।
সূত্রঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন এর ফেসবুক থেকে