মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধি:জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) পাবনা জেলা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ সকালে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের দক্ষতা উন্নয়নে জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু আইন,এনসিটিএফ অপারেশন,লিডারশীপ,লাইফস্কীল ও শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং বিষয়ে হাতে-কলমে ধারনা প্রদান করা হয়।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর ফিল্ড অফিসার মো: মোস্তাফিজুর রহমান সৈকত এবং জেলা ভলান্টিয়ার কাউসার সরদার ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এনসিটিএফ পাবনা জেলা কমিটির সভাপতি মাইনুর রেজা আবির, সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম মোহনা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ সিয়াম, সংগঠনিক সম্পাদক আবিদ হোসেন নিলয়, শিশুসাংবাদিক (ছেলে) সালমান রশিদ, শিশু সাংবাদিক (মেয়ে) সুমাইয়া আক্তার অথৈ, শিশু গবেষক (ছেলে) বোরহান উদ্দিন খান, শিশু সংসদ (ছেলে) তাওসিফ রহমান, শিশু সংসদ সদস্য (মেয়ে)সারাবান মেহরীন নকশী , সহ স্কুল কমিটির সাধারণ সম্পাদক রাফিয়া ইসলাম ইসলাম স্নেহা প্রমুখ।