মোঃ শামীম আহমেদ পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আজ ০২/১০/২০২১ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/উত্তম কুমার ভাট সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুমকি থানাধীন নির্মাণাধীন লেবুখালী ব্রিজ এর টুল বক্সের দক্ষিণ পাশে চেকপোস্ট করা কালীন সময় অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা সহ ০১। বিপ্র বল(২৪), পিতা- দুলাল চন্দ্র বল, সাং-কৃত্তিপাশা, ০৪নং ওয়ার্ড, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি ও ২।মানিক হালদার(৩২), পিতা- সুধীর চন্দ্র হালদার, সাং- বগা বাজার, ০৩নং ওয়ার্ড, থানা- বাউফল, জেলা- পটুয়াখালীদ্বয়কে আটক করেন।
ধৃত আসামিদের বিরুদ্ধে দুমকি থানার মামলা নং ১ তাং ২/১০/২০২১ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৩৬(১) এর ১৯( ক) রুজু করা হইয়াছে।