বেবী বিন্তে বাছেদঃএবারে গ্রামের দুর্গাপূজায়-২২ জন দুস্থ হিন্দু মুসলিম মহিলাদের জন্য ২২ টি শাড়ি ও ৪ জন সুপারভাইজারের জন্য ৪ টি গেঞ্জি উপহার দিলেন লাউরফতেপুর গ্রামের রুবেল বনিক।পূজায় ১৫ জন গরীব হিন্দু মহিলা ও ১৫ জন গরীব হিন্দু পুরুষের জন্য যথাক্রমে ১৫ টি শাড়ী ও ১৫ টি লুংগি উপহার দিলেন এগ্রামের সমাজসেবী মালু ।পূজায় ৫০০০০ টাকা উপহার দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি।ও প্রসাদের জন্য ৩০০০০ টাকা দান করলো গ্রামের দুস্থ মহিলাদের সংগঠন “বাধন সেলাই সমিতি “।
গ্রামের গরীব ছাত্রীদের পড়ালেখার জন্য ১৫০০০ টাকা দিলেন এলজিইডির ইন্জিনিয়ার বিপুল এর লন্ডন প্রবাসী ছোট ভাই গৌতম।আরো গ্রামের দুস্থ মহিলাদের জন্য ৬ টি শাড়ি দিলো বাধন সেলাই সমিতি। এ সময় উপস্থিত ছিলেন ঐ গ্ৰামের কৃতি সন্তান ইন্জিনিয়ার বিপুল বনিক,
এবিষয়ে তিনি আরো বলেন অভূতপূর্ব সাড়া পেয়ে আমি ভীষনভাবে অভিভূত।