মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁও জেলায় ইব্রাহীম খলিল (২) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম খলিল ঐ গ্রামের মোঃ রুপচানের ছেলে। জানা যায়, সকালে ইব্রাহীম খলিল বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় এক নারী ইব্রাহিম খলিলের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম খলিলের লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান।
মনসুর আহাম্মেদ
০১৮৩৮৫৩৯০৮৭