বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য, জীবনতলা থানা এলাকার একটি গ্রিল কারখানা থেকে উদ্ধার করা হল আগ্নেয় অস্ত্র জিনিস পত্র। । কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। বারুইপুর জেলা পুলিশের অধীনে জীবন তলা থানা এলাকার শ্রী রাজকুমার হালদারের গ্রিল কারখানা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় প্রচুর পরিমাণে অস্ত্র এর মালমশলা ও পাইপ। প্রায় নয়টি পাইপ গানের বোর ও বড় লঙ মেশিনের পাইপ। এবং পিস্তলের খোল সহ মারন অস্ত্র। বারুইপুর জেলা পুলিশের এস ও জি শ্রী লক্ষী বিশ্বাস ও তার টিম এবং বারুইপুর জেলা পুলিশের জীবন তলা থানার ওসি নেতৃত্বে এই গ্রিল কারখানাতে তল্লাশি অভিযান চালিয়ে এই সব আগ্নেয় অস্ত্রের মালমশলা উদ্ধার করা হয়। এই গ্রিল কারখানার পিছনে যে আগ্নেয় অস্ত্রের কারখানার কাজ চলছিল তা কেউ বিশ্বাস করতেন না। তবে ধৃত শ্রী রাজকুমার হালদার কে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা করা হবে তার সাথে কারা জড়িত। এবং কিসের জন্য এই মারন অস্ত্র বানাচ্ছিল।।