বাইক্কা বিল। আরেক সিন্ডিকেটের আস্তানা। প্রাকৃতিক জলভূমি। জায়গাটা আসলেই সবচেয়ে বেশি সুন্দর এবং মন ভাল করার জায়গা।
কিন্তু ভোগান্তি আরেক নাম প্রবেশ মূল্য। এইখানে প্রবেশ মূল্য ১০ টাকা আর সাথে ২০ টাকা দিতে হবে একটা ৩ তলার উচ্চতার পরিমান ওয়াচ টাউয়ার আছে সেটার জন্য।
প্রবেশ মূল্য নিবে তা মেনে নিলাম আরে ভাই এইখানে এই নির্মাণ গুলো প্রাণী সম্পদ অধিদপ্তর করেছে কিন্তু সেখানে উঠতে ২০ টাকা।
কিন্তু কেন এইটা। বাংলাদেশের প্রতিটি টুরিস্ট স্পট গুলো ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে।প্রশাসনের কোন দৃষ্টি নেই। বাইক্কা কোন ভাবে সেখানে প্রবেশ মূল্য গ্রহন যোগ্য না।এবং তাদের টিকেটের মধ্যেও কোথাও সরকারী কোন কিছু লিখা নাই।
এখন আমার প্রশ্ন এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে ভ্রমণের প্রতিটি স্পষ্ট তাহলে বাংলাদেশে ট্রুরিজম কোথায় গিয়ে পৌছাবে তা আমার জানা নেই।
তাই পাশের দেশ ভারতের কথা চিন্তা করে দেখবেন। ওদের দেশে ভ্রমণের খরচ আর আমাদের দেশের ভ্রমণের সাথে তুলনা করবেন।
ভ্রমণ হোক সুন্দর, নিরাপদ ও সহজ লভ্য।