টুঙ্গীপাড়া ২০ই নভেম্বর- ২০২১- টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সর্বোচ্চ পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে একই সময় বিএমএসএফ এর নির্বাহী কমিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকেও জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য দেয়া হয়।
এ উপলক্ষ্যে জাতির জনকের সমাধি সংলগ্ন রাসেল পার্কে আয়োজিত সভায় বিএমএসএফ নেতৃবৃন্দ বলেছেন, কোনো অপশক্তিই সংগঠনকে বিভক্ত করতে পারবে না। তবে সংগঠনে বিশৃংখলা সৃষ্টিকারীদের কাউকে ঠাই দেয়াও হবে না। তারা বলেন, বছরের পর বছর ধরে বিএমএসএফ বাস্তব উন্নয়নহীন এক ন্যুব্জ প্রতিষ্ঠানে পরিণত করে রাখা হয়েছে। শিগগিরই সংগঠনে গতিশীলতা ফিরিয়ে আনা হবে।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও সর্বোচ্চ পরিচালনা পর্ষদ সদস্য সাঈদুর রহমান রিমন এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন সহ সভাপতি আফজাল হোসেন, মাহবুবুল আম্বিয়া, সোহেল আহমেদ সোহেল, কাজী মিরাজ, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুূদ, মোশারেফ হোসেন নিলু, সহ সম্পাদক সোহাগ আরেফীন, সাংগঠনিক সম্পাদক নান্টু লাল দাস, এনামুল কবির সোহেল, এম এ আকরাম, মোহাম্মদ আলী সুমন, মীর আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ রাজ, মাসুম তালুকদার, সাবরিন জেরিন, কোষাধ্যক্ষ শারমীন সুলতানা মিতু, উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, লিপি নুর সাহাজী, সহ আইটি সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও নির্বাহি সদস্য খালেকুজ্জামান পান্নু, ইয়াসিন, আবদুর রাহিম, মাহাবুব,কে এম এনামুল হাসান প্রমুখ নির্বাহি সদস্য বৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন শাখা সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ।