রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি, ধর্ষণ, ইভটেজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ্, যৌতুক এর বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা, কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম, তথ্য প্রযুক্তির ব্যবহার সহ প্রভৃতি বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এছাড়াও অক্টোবর/২০২১ খ্রি. মাসের অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ হিসেবে নির্বাচিত হন জনাব জসীম উদ্দিন, বরকল থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে নির্বাচিত হন জনাব ইশতিয়াক আহমেদ, চন্দ্রঘোনা থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনা মোঃ রমজান আলী,কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রেষ্ঠ এএসআই(নিঃ) হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ ছেরাজুল ইসলাম, বরকল থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সভায় সেপ্টেম্বর/২০২১ খ্রি. মাসে অভিন্ন মানদন্ডের আলোকে বরকল থানাকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত।