মাজহারুল রাসেল : র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রবিন মিয়া (২২) এবং ২। মোঃ আলমগীর মিয়া (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
র্যাব জানান,তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।