প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে:
বিগত বছরের আলোকে এবছরও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে-
ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ৪ ডিসেম্বর শনিবার সকাল হতে শুরু হতে যাচ্ছে। এর শনিবার বাদ ফজর নলতা পাক রওজা শরীফে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হবে বলে মিশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায়
ডিসেম্বর মাস ব্যাপী অনুষ্ঠিতব্য ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ অন্যান্য কর্মসূচী হলো-
৪ ও ৫ ডিসেম্বর ২০২১ শনি ও রবিবার:
খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা এর সহযোগিতায় নলতা শরীফে চক্ষু ক্যাম্পে ছানি পড়া রোগীদের পরীক্ষা করে ৬ শত টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে।
১১ ডিসেম্বর শনিবার :
হার্ট ও মেডিসিন ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসকগণ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা)।
১৮ ডিসেম্বর শনিবার:
শিশু, গাইনী, নাক-কান-গলা ও মেডিসিন ক্যাম্প।
২৫ ডিসেম্বর শনিবার :
পীর কেবলা আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৮ তম জন্মবার্ষিকীর সেমিনার।
২৯ ডিসেম্বর বুধবার :
সুন্নতে খাতনা ক্যাম্প (খাতনা ইচ্ছুক বাচ্চাদের ২৭ ডিসেম্বরের পূর্বে মিশন অফিসে নাম লেখাতে হবে)।
উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত হওয়ার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।