মোঃ আবু তৈয়ব : বরকল উপজেলাধীন ‘ভূষণছড়া আইডিয়াল কলেজ’ -এর পরিচালনা কমিটির উদ্যোগে কলেজের সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের পোশাক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূষণছড়া আইডিয়াল কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল রানা -এর সভাপতিত্ব আয়োজিত এ মতবিনিময় ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবি’র সম্মানিত জোন কমান্ডার লে. কর্ণেল এস এম শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সবির কুমার চাকমা এবং বরকল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বিধান চাকমা।
অন্যান্য অতিথিদের মধ্যে অফিসার ইনচার্জ, বরকল থানা, ক্যাপ্টেন (১২ বিজিবি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, কলেজের শিক্ষকমন্ডলী, অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ, পাঠদান কার্যক্রম চালানোর জন্য একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা, নিরাপত্তাসহ কলেজের সার্বিক উন্নয়নে অর্থসংস্থান ও আর্থিক অনুদানের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। পাশাপাশি কলেজের উন্নয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ১২ বিজিবি ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কলেজের উন্নয়নে বিভিন্ন সহায়তা ও অনুদানের বিষয় তাঁদের মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। একই সাথে ইউনিয়নে বসবাসরত গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।