বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে আমদানিকৃত কাঁচা পণ্যের আড়ালে মিলল কয়েক কোটি টাকার ভয়ংকর যৌন উত্তেজক ক্রীমসহ মরণঘাতী মাদক “সিসা”র ফ্লেভার। রবিবার বিকেলে এনএসআই’র তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩১ নং ইয়ার্ড থেকে পণ্যগুলি জব্দ করেছেন কাস্টম কর্তৃপক্ষ।
জানাযায়, যশোরের সিয়াম এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫৪৪ প্যাকেজ ক্যাপসিক্যাম আমদানির ঘোষণা দিয়ে এক ট্রাক ভারতীয় পণ্য বেনাপোল বন্দরের ৩১ নং ইয়ার্ডে নিয়ে আসে। যার প্রোপাইটর মুকুল হোসেন। পরে স্বদেশ ট্রেডিং এজেন্সী লিঃ নামের একটি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট কাস্টমসের এন্ট্রি শাখায় পণ্যটির বিল অফ এন্ট্রি দাখিল করে। যার মেনিফিস্ট নং- পি-৬৬৯২/১, তাং- ২৬.১২.২১, গ্রোস ওয়েট ৫৭৩৯ কেজি, নিট ওজন ৪৯২৭ কেজি, ভারতীয় ট্রাক নং-ডব্লিই-বি-১১-সি-৩৭৮৯-ড। যা আমলে নিয়ে কাস্টম কর্তৃপক্ষ পণ্য পরীক্ষণ করে এবং খালাসের অনুমতি দেয়। সেমোতাবেক ভারতীয় ট্রাক হতে বাংলাদেশ ট্রাকে পন্য পরিবহনের একপর্যায়ে গতিরোধ করেন এনএসআই’র সদস্যরা। বিষয়টি নিয়ে প্রথম পর্যায়ে কাস্টম কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করলেও একপর্যায়ে প্রত্যেক প্যাকেজ খুলে শুরু হয় পূণ:পরিক্ষণ। অবশেষে কাঁচাপন্য প্রত্যেক ক্যামসিক্যামের আড়াল থেকে বের হয় কোটি কোটি টাকার অবৈধ পণ্য। যাতে রয়েছে ভয়ংকর ম্যালাসেম নামক মরণঘাতী মাদক ২৪০ কেজি সিসার ফ্লেভার, ১৩৯ কেজি যৌন উত্তেজক ক্রীমসহ বিভিন্ন হোমিও এবং এ্যালোপ্যাথিক ক্রীম, ২৮ কেজি প্যাকিং ম্যাটারিয়াল, ২৪ কেজি ক্যাবাক ও ১০২৪ টি থ্রি-পিছ।
এ পণ্য জব্দের সময় বেনাপোল বন্দরের ৩১ নং ইয়ার্ডে উপস্থিত ছিলেন কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ, ডেপুটি কমিশনার আব্দুল কাইয়ুম, রাজস্ব কর্মকর্তা নঈম মিরণসহ কাস্টমস, বন্দর ও বিভিন্ন দপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নঈম মিরণ দাবি করে বলেন, কাস্টমসের পরীক্ষণের পূর্বেই উর্দ্ধতন কর্তৃপক্ষের বিশেষ আদেশে উল্লেখিত ভারতীয় ট্রাক হতে ক্যাপসিক্যামের আড়াল হতে উল্লেখিত পণ্য জব্দ করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আব্দুল কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ৩১ নং ইয়ার্ডে আমদানিকৃত ৫৪৪ প্যাকেজ ক্যাপসিক্যামে পরীক্ষণ চালিয়ে ম্যালাসেম নামক মরণঘাতী মাদক ২৪০ কেজি সিসার ফ্লেভার, ১৩৯ কেজি যৌন উত্তেজক ক্রীমসহ বিভিন্ন হোমিও এবং এ্যালোপ্যাথিক ক্রীম, ২৮ কেজি প্যাকিং ম্যাটারিয়াল, ২৪ কেজি ক্যাবাক ও ১০২৪ টি থ্রি-পিছ জব্দ করা হয়েছে। পরে উর্দ্ধতন কর্র্তপক্ষের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।