কৃষক ও শ্রমিকদের অধিকার নিয়ে রাস্তায় সিটু।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। । পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্হি জোনাল কমিটির উদ্যোগে কালিকাপোতা লোকাল এরিয়া কমিটির পরিচালনায় পশ্চিম বাংলার কৃষক ও শ্রমিকদের জন্য ই কৃষক রেজিস্ট্রেশন করতে গণস্বাক্ষর গ্রহণ করার কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শত শত কৃষক ও শ্রমিকদের গণস্বাক্ষর গ্রহণ করেন কালিকাপোতা লোকাল এরিয়া কমিটি। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির নেতা জনাব শাহানাজ মোকামী মিন্টু। এবং লোকাল এরিয়া কমিটির সদস্য শ্রী চন্দ্র নাথ সরদার এবং মগরাহাট পশ্চিমের জোনাল কমিটির সভাপতি জনাব মুজাহিদ কবীর শিরোয়ানী এবং আবুল বাশার মিশ্রী সহ অন্যান্য নেতৃত্ব।।