বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর বেড়িবাঁধের ছয় স্থানে ভাঙ্গন ডিএমপি কমিশনারের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা রামগঞ্জে আল ফারুকসহ তিন হসপিটালের ২ লাখ টাকা জরিমানা কালিগঞ্জে জাল দলিল ও ভূয়া রেকর্ড সৃষ্টিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কালিগঞ্জে ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতঃ ১টি সীলগালা ও আরেকটি জরিমানা কালিগঞ্জে অসাধু ব্যবসায়ীদের সিন্ডেকেট, হাটবাজারে মিলছেনা আলু অশ্রুকথা… শবনম বুবলি ও পরিমনির খেলা হবে ভৈরবে জামাইয়ের দেনা পাওনাকে কেন্দ্র করে শুশুর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইবিতে বাসের দাবিতে প্রধান ফটক অবরোধ
বড়লেখায় নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

বড়লেখায় নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

 

ইসতিহাক আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: ৩ ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন নির্বাচনে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য (মেম্বার) শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শপথগ্রহণকারী চেয়ারম্যানবৃন্দ হলেন, বর্ণি ইউনিয়নের জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউনিয়নের স্বপন কুমার চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউনিয়নের ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নের সালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের আলহাজ্ব বদরুল ইসলাম ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আজির উদ্দিন। একই অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।
মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজনগর ইউএনও প্রিয়াংকা পাল প্রমুখ।
তারপর, বিকেল ৪ ঘটিকায় বড়লেখা জনমিলনায়তন কেন্দ্রে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু ও আজিম উদ্দিন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com