গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মাসুদ এলাহী(ভোলা) ও ফারুক হাসান (যশোর) নামে দুই প্রবাসী সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকার বিরোধী প্রচারণার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার সকালে উপজেলার হরিদেব পুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহরিয়ার কামরুল, জাফর সিকদার, মো.মোস্তাফিজ, রুবেল হাওলাদার, সিরাজুল ইসলাম, শাকিল সর্দার প্রমুখ। উল্লেখ্য এঘটনায় নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ৩০ সেপ্টম্বর সঞ্জিব কুমার সাহা বাদী হয়ে মাসুদ এলাহী(ভোলা) ও ফারুক হাসান (যশোর) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গলাচিপা, পটুয়াখালী ।