সাবরিন জেরীনঃ
মাদারীপুর সদরে নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থক কাচ্চু খানের বাড়িঘরে হামলা করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) ইউপি নির্বাচনের মাদারীপুর জেলার ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন এ্যাডভোকেট বাবুল আক্তার। তার নির্বাচনী কাজে সমর্থক হিসেবে সহযোগীতা করে আসছিলেন কুন্তিপাড়া গ্রামের কাচ্চু মিয়া (৪৬)। কিন্তু নির্বাচনে বাবুল আক্তার বিজয়ী হওয়ার জেরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলিল দর্জি ও সমর্থকদের নেতৃত্বে ২০-৩০জন মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) কাচ্চু মিয়ার বাড়ি ঘরে হামলা করে নগদ টাকাসহ ৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই করে নিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এখানেই শেষ নয়, ঘর থেকে কাচ্চু মিয়ার আত্মীয় স্বজন বের হলে তাদের কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে জন্য ভর্তি করে। ঘটনার পর কাচ্চু মিয়া বাদি হয়ে মাদারীপুর মডেল থানায় ১.মৃত মজিদ খানের ছেলে মোতালেব খান (৪২), ২.মৃত জিন্নাত খানের ছেলে জয়নাল খান, ৩.মৃত নূর মোহাম্মদ খানের ছেলে আক্কাছ খান (৩০) ও ৪.শাহাদাত খান(২৫), ৫.মৃত মোকছেদ মাতুব্বরের ছেলে ফেরদাউস মাতুব্বর (৩৫), ৬. ফেরদাউসের ছেলে শান্ত মাতুব্বর, ৭.মৃত মালেক ফকিরের ছেলে মজিবর ফকির, ৮.আজগর মাতুব্বরের ছেলে মজিবর মাতুব্বর, ৯.মৃত মজিদ মাতুব্বরের ছেলে তালেব মাতুব্বর (৩৪), ১০.আজগর মাতুব্বর ও ১১.জাহাঙ্গীর মাতুব্বর (৩৩), ১২.আয়াত আলী খানের ছেলে ইমরান খান (৩২), ১৪.মজিদ খানের ছেলে লিটন খান (৪০), ১৫.রাজ্জাক খানের ছেলে জুবায়ের খান (২৪)সহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামী করে মামলার একটি এজাহার দাখিল করেন।
এ ব্যাপারে বাদী কাচ্চু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, নির্বাচনে হারার প্রতিশোধ নিতে আমাদের উপর হামলা করে টাকাপয়সা লুটপাটসহ ঘরের দামি মালামাল ছিনতাই করে নিয়ে আগুন ধরিয়ে দেয়।আমরা এর সঠিক বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।