একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার।এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নিরপেক্ষ আচরণ করতে পারেনি। জনগণের আস্থা তারা হারিয়েছে, এখনো পর্যন্ত সেটা পুনরুদ্ধার করতে পারেনি। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু কার্যক্রম আস্থাহীনতার সৃষ্টিতে আরো বেশি ভূমিকা রাখছে। নির্বাচন কমিশন বিরোধী রাজনৈতিক শক্তির উপর করা পুলিশের গায়েবি মামলা ও গ্রেপ্তার বন্ধ করতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে কিছু অফিসারের বদলি এবং পক্ষপাতিত্বের কিছু অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যার ফলে নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার সংকট আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন তিনি।প্রার্থী বাতিলের ক্ষেত্রে যাদের সাথে সম্পর্ক আছে তাদের প্রার্থিতা বাতিল হয়নি। কিছু প্রার্থিতা তুচ্ছ কারনে বাতিল হয়েছে। অনেক বড় বড় ঋণখেলাপির প্রার্থিতা বাতিল হয়নি। এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ তাতে দেশ একটি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে বলে জানান তিনি।