তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ে কাঠবোঝাই পাওয়ার টিলারের চাকায় পৃষ্ট হয়ে নীরব (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় বিুব্ধ জনগণ ওই পাওয়ার টিলারটিতে আগুন ধরিয়ে দিলে চাকা ও ইঞ্জিন আগুনে পুড়ে যায়। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নে রুহিয়া রোডের কাশিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নীরব বর্মন আকচা তাতীপাড়া (ভবানীডাঙ্গা) গ্রামের নোরত্তম বর্মনের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠবোঝাই পাওয়ার টিলারের পেছন পেছন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নীরব। পওয়ার টিলারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুু হয় তার। এ ঘটনায় বিুদ্ধ জনগণ পাওয়ার টিলারে আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও আগুনে পুরে যাওয়া পাওয়ার টিলারটি উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাওয়ায় টিরারের চালক পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।