কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম-এর আয়োজনে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়৷
অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র -২০২১ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ জন শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়৷
অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সভাপতি আল রাকিব প্রান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী৷ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাওন চৌধুরী,বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর-ই আলম মুক্তি,দুই প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম, ভূল্লী থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,কৃতি শিক্ষার্থী ও সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সদস্যরা৷
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মু.সাদেক কুরাইশি বলেন,আজকে যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আগামীতে আরও ভাল ফলাফল করে ভাল জায়গা গুলো দখল করতে হবে। আর যারা এরপরে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদেরকে আরও পড়াশোনা করে ভাল ফলাফল করতে হবে। সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিবে বলে আমি মনে করছি। তারা আগামীতে আরও ভাল মানবিক কাজ গুলো করবে। আমরা ভাল ফলাফল করে সমাজ ও দেশের জন্য যাতে কিছু করতে পারি সেটি আমাদের মাথায় রাখতে হবে ।