সাতক্ষীরা জেলা সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশ শান্তিপূর্ন ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করুক। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরার রাজনীতিবীদদের মধ্যে যে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, তা বজায় থাকুক।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জনগণ ভোট দিতে উৎসাহ পাবে ও মানুষ জেলার সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারবে। সভায় বক্তারা আক্রমণাত্মক রাজনৈতিক উত্তেজনা পরিহার করে সাতক্ষীরা জেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। সমাজের অস্তিত্বের বিরুদ্ধে দাড়িয়ে থাকা বিপদগুলোর দিকে নজর রাখা এবং সচেতনভাবে সকলের কার্যকরী পদক্ষেপ গ্রহণকরা আবশ্যক। জেলার অবস্থা ঝুঁকিপূর্ণ হলে প্রাণজ্জ্বল বর্তমান এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হবে বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি রেজওয়ান খান মুন্না, সমিতির সহ-সভাপতি ও চেতনার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান লায়ন ইকবাল মাসুদ, সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল হক, অর্থ-সম্পাদক সামছুল আলম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. জাহানারা বেগম, এ টি এম রফিকুল ইসলাম, লায়ন স, ম মেহেদী হাসান, মো: শাহজাহান আলী, রেজাউল হক রেজা, শেখ আবদুল হাকিম, মুনসী আবদুর রাফেদ, এস এম ছাইদুল ইসলাম, মো: আতাউর রহমান এবং মজমুর রহমান খান।