ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং সাবেক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এন সি পি নেতা আজ দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বাসভবনে দেখা করেন। তার সাথে ছিল লক্ষ দ্বীপের লোকসভার সদস্য সৈয়দ ফয়সাল। আজ দুপুরে প্রায় দুই জনের মধ্যে প্রায় ২০,মিনিট, কথা হয়। যদিও এটি সৌজন্যে মূলক সাক্ষাৎ বলে দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন থেকে বেরিয়ে এসে তিনি বলেন যে মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ ও শিবসেনা সদস্য ও সামনার এডিটর শ্রী সঞ্জয় রাউত কে গ্রেফতার করা নিয়ে কথা বলেন। তিনি বলেন দুইজন কে কেন্দ্রীয় সরকারের আঙ্গুল হেলনে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন শারদ পাওয়ার। সেই সঙ্গে তিনি লক্ষ দ্বীপের বর্তমান অবস্থা নিয়ে সেখানকার গভর্নর সাথে এন সি পি নেতা ও লোকসভার সদস্য জনাব সৈয়দ ফয়সাল বনিবনা হচ্ছে না তা তিনি তুলে ধরেন। এবং মহারাষ্ট্রের সরকারের সাথে সেখানকার রাজ্যপালের মতবিরোধ চলছে। তবে আগামী কয়েক মাস পর ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এন সি পি নেতা শারদ পাওয়ার নির্বাচনে লড়াই করতে পারেন বলে মনে করেন। যা নিয়ে ভারতের রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে। তবে এই ধরনের সম্ভবনা নাকচ করে দেন প্রবীণ রাজনীতিবিদ।।