প্রতিনিধি সিলেটঃ ঘনঘন লোডশেডিং বন্ধ, শহরতলীর বাদাঘাট থেকে সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ও ১নং জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর দশগ্রাম পল্লী বিদ্যুৎ-২এর গ্রাহকদের এক মতবিনিময় সভা অদ্য ২৭-০৫-২০২২ ইংরেজি শুক্রবার বাদ আছর স্থানীয় দশগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন বৃহত্তর দশগ্রামের কৃতিসন্তান, সমাজসেবী, শিক্ষানুরাগী মুহাম্মদ ফজলু মিয়া, মোগলগাঁওইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুক্তার আলী, বিশিষ্ট মুরব্বি, মনফর আলী, আব্দুল মনাফ, তজমুল আলী, সমছু মিয়া, ছালিক মিয়া, মুহাম্মদ আলী, আরব আলী, আবুল লেইছ, একরাম আলী, এশাদ আলী, ছমরু মিয়া, আব্দুল খালিক, ছুরাব আলী, মিজানুর রহমান ময়না, আব্দুল বাছিত, মাস্টার নিজাম উদ্দিন, গৌরাঙ্গ মোহন তালুকদার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুনের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাস্টার স্বপন কুমার দাশ, আমিরুল ইসলাম বাবুল, মাওলানা রফিক আহমদ, ১নং ওয়ার্ড সদস্য আক্তারুজ্জামান, মুহাম্মদ নুর মিয়া, আব্দুর রহমান, মোহন মিয়া, নুরুল হাসান, আব্দুল্লাহ আল-আমিন, রাকিবুল হাসান প্রমূখ। মতবিনিময় সভায় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে আগামী ৩রা জুন ২০২২ শুক্রবার বেলা ৩.০০ ঘটিকায় দশগ্রাম বাজারে পরবর্তী মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহীত হয়।