নেশা…
তোমার হঠাৎ চাহনীতে
বে-খেয়ালী চোখে
হঠাৎ চোখ পড়াতে।
ঘামে ভেজা মুখ পানে
অভিমান শেষে
একটু মুচকি হাঁসিতে।
কারণে বা অকারণে
নাম ধরে ডাকাতে।
কিংবা আলতো ছোঁয়ায়
একটু কাছে পাওয়াতে…
জানো? কী ভয়ংকর নেশা তোমাতে…
কৃষ্ণ কিংবা শুক্ল পক্ষে
নির্জন পথে আঙ্গুল ছুঁয়ে
অনেকটা পথ চলাতে।
শিশির ভেজা ঘাসে
প্রথম কদম ফেলাতে।
বালুচর পেরিয়ে
নদীজলে একটু পা ভেজাতে…
জানো? কী ভয়ংকর নেশা তোমাতে…
গুলাব কিংবা শরাবের চেয়েও
ভয়ংকর নেশা তোমাতে!
আশায় আশায় দেউলিয়া
হবার নেশাই কেবল আমাতে….♥
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক Hasan Hafizur Rahman