হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের আর সি সি বেজ ঢালাই উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে দোয়া ও মোনাজের মধ্যদিয়ে কাঙ্খিত ভবনের উদ্বোধন করা হয়। এজন্যে ছাত্র শিক্ষক অভিভাবক কৃতজ্ঞতা জানাইয়েছেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ‐৩ আসনের ম সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হককে। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর ঐকান্তিক সহযোগীতা এবং বড়শিমলা কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের যথাযথ তদারকি অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে বলে অভিভাবক মহলে আনন্দ বইছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও সুধীবৃন্দ।