হাফিজুর রহমান শিমুলঃ অবশেষে কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী নিষেধাজ্ঞার আদেশ খারিজ করে দিয়েছেন বিজ্ঞ আদালত। আদালত সূত্রে জানাগেছে, সাতক্ষীরার সহকারী জর্জ আদালতের দেং—২৭৫/২২ নং মামলা দায়ের করে প্রেসক্লাবের মাত্র তিনমাস বয়সের সদস্য হাবিবুল্যাহ বাহার। এ মামলায় বিবাদী করা হয় কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোফাখখারুল ইসলাম নীলু, সহকারী কমিশনার আব্দুল লতিফ মোড়ল কমিশনারের দপ্তর মাষ্টার গাজী মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ মোট ৫ জনকে। ষড়যন্ত্র ও হয়রানীকর অত্র মামলায় বিজ্ঞ আদালতে গত ০৪/০৮/২০২২ তারিখে বাদী পক্ষের এক তরফা শুনানীতে ৬ আগষ্টের ভোট স্থগিত আদেশ প্রদান করেন। বিবাদীগন গত ১৬/০৮/২০২২ তারিখে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ জবাব দাখিল করেন। বিজ্ঞ আদালত গত ২৪/০৮/২০২২ তারিখে উভয় পক্ষের শুনানী অন্তে গত ০৪/০৮/২০২২ তারিখে এক তরফা নিষেধাজ্ঞার আদেশ ভেকট্ করে দিয়াছেন। ফলে কালিগঞ্জ প্রেসক্লাবের ২৬/০৭/ ২০২২ তারিখে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন সহ অন্যান্য কার্যক্রমে আর বাঁধা থাকলো না। উল্লেখ্য যে, কালিগঞ্জ প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে নিয়ে কতিপয় বিতর্কিত স্বার্থনেশী ব্যক্তি ও কুখ্যাত ষড়যন্ত্রকারী প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন করতে আদালতে মিথ্যা, বানোয়াট ও হয়রানীকর অভিযোগ দায়ের করেছিল। যাহা বিজ্ঞ আদালতের মাধ্যমে খারিজ হওয়ায় প্রেসক্লাবের সাধারণ সদস্য সহ সর্বস্তরের সুধী মহল সন্তোষ প্রকাশ করেছেন।