খুব সুন্দরী সফল নারীর ডিভোর্স হয়েছে, কোটি পতির কন্যা আত্মহত্যা করেছে, কোটি পতির বৌ মেয়ে পথে নেমে গেছে, নিঃসন্তান কোটিপতি দম্পতি একটা সন্তানের জন্য হাহাকার করছে, ধনী শিক্ষিত সুন্দরী সঙ্গীহীন নিঃস্ব হয়ে ডিপ্রেশনে ঘুরছে আবার ভিক্ষাও করছে, আবার অতি কুৎসিত গরীব মেয়েটি ভালো সঙ্গী নিয়ে পরম সুখে শান্তিতে থাকছে। সুতারাং ধন, সম্পদ, দৌলত, মেধা, সাফল্য, সফলতা, সুখ, শান্তি, সৌন্দর্য্য, রূপ যৌবন, ভালো জীবন সঙ্গী ও সন্তান সব কিছুই মহান আল্লাহ তায়ালার নেয়ামত ও দান। পিছিয়ে পড়া মানুষটিও উন্নতির শিখরে আরোহন করে আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও একদিন ব্যার্থ হয়ে সুইসাইড করতে দেখেছি। বিসিএস হওয়া মানেই সবচেয়ে সফল ব্যাক্তি না, আবার সুন্দরী ও ধনী হওয়া মানেই ভালো জীবন সঙ্গী নিয়ে সুখে শান্তিতে বসবাস হয় না। অনেক ক্ষমতা ধর কর্মকর্তা ও শাসক একসময় নিঃস্ব অসহায় হয়ে গেছে। অনেক ক্ষমতাধর ধনীর সংসারে অন্ধ, কালা, বোবা ও পংগু সন্তান হয়। অন্যের মনে দুঃখ কষ্ট ব্যাথা দিয়ে কেউ ভালো থাকে না। মহান আল্লাহ তায়ালার হিসাব বড়ো নিখুঁত আর আল্লাহ পাকই সর্বোত্তম পরিকল্পনা ও বাস্তবায়নকারী। কাজে কাজেই অহেতুক কাওকে অপমান, অপদস্ত আর সন্মানহানি করা থেকে বিরত থাকাই শ্রেয়। মহান শ্রষ্টা সবাইকে সঠিক বোঝার ও সঠিক পথে চলার তৌফিক দিন”””আমিন”””’
লেখকঃ মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল।